Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদের গাছ কর্তন ॥ থানায় চেয়ারম্যানের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদের সীমানার ভেতর থাকা মূল্যবান গাছ কর্তন করে নিয়ে গেছেন নব-নির্বাচিত চেয়ারম্যান ইমদাদুর রহমান চৌধুরী। এ বিষয়ে নবীগঞ্জ থানায় অভিযোগ করেছেন বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১৫ ডিসেম্বর পরিষদ ভবনে প্র¯্রাব করতে যাওয়ার সময় তিনি দেখতে পান দক্ষিণ পাশে পরিষদের সীমানার ভেতর থাকা একটি জাম গাছের গোড়া কর্তন। এ বিষয়ে গ্রাম পুলিশ দফাদার রহমত আলীকে জিজ্ঞাসা করলে সে জানায় নবনির্বাচিত চেয়ারম্যান ইমদাদুর রহমান চৌধুরী নিজে উপস্থিত থেকে কালিয়ারভাঙা গ্রামের মৃত খোকা রায়ের পুত্র রতিন্দ্র রায়কে দিয়ে ১৫ ডিসেম্বর সকালে গাছটি কর্তন করে নিয়ে যান।
চেয়ারম্যান নজরুল জানান, কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই অনধিকার প্রবেশ করে গাছটি কর্তন করা হয়েছে। এ বিষয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেছেন এবং নবীগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন। গাছ কর্তনের বিষয়ে দফাদার রহমত আলী জানান, ইউনিয়ন অফিসের দরজা, জানালা ঠিক করার জন্য নতুন চেয়ারম্যান ইমদাদুর রহমান গাছ কেটে রেখেছেন। এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিনকে ফোন দিলে তিনি ছুটিতে থাকায় ভারপ্রাপ্তের দায়িত্বে থাকা সহকারি কমিশনার (ভূমি) জানান, বিষয়টি তিনি অবগত নন। অভিযোগের কপি পেলে তা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
নবীগঞ্জ থানার এসআই ছায়েদ মিয়া জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্তে গিয়ে গাছ কর্তন দেখতে পেয়েছি। তবে বিষয়টি তদন্তাধীন থাকায় এখনও নিশ্চিত করে বিস্তারিত বলতে পারছিনা। এ বিষয়ে নবনির্বাচিত চেয়ারম্যান ইমদাদুর রহমান চৌধুরী জানান, গাছ আমি কাটাইনি।