Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মোটর সাইকেল দূর্ঘটনায় ১ তরুণের মৃত্যু ॥ ৬ মাসের ব্যবধানে ঝড়ে গেল বানিয়াচংয়ের ৬ তরুণের প্রাণ

মখলিছ মিয়া ॥ একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না। কথাটি যথার্থই। একটি দূর্ঘটনায় তছনছ হয়ে যায় পুরো একটি পরিবার। বানিয়াচং উপজেলায় আবারও মোটর সাইকেল দূর্ঘটনায় এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সাহান রহমান (২১) নামে ওই তরুণ মোটর সাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে ২০ ঘন্টা আইসিউতে থেকে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সাহান উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের শরীফখানী গ্রামের পশু চিকিৎসক আবুল কালাম এর ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে সে মারা যায়। এ ঘটনায় তার বন্ধু রাহাদুর রহমান আকাশ (২১) গুরুতর আহত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন আছে। সে গরীব হোসেন মহল্লার আজিজুর রহমান এর ছেলে। গত বুধবার রাত সাড়ে ৮টায় মোটর সাইকেল যোগে সিলেট থেকে বাড়িতে আসার পথে নাজির বাজার এলাকায় এসে যাত্রীবাহী একটি বাসকে ওভারটেক করতে গিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে যায় সোহান ও আকাশ। এতে ২জনই গুরুতর আহত হয়। পথচারীরা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবশেষে টানা ২০ ঘন্টা আইসিউতে থাকার পর ডাক্তার সাহান কে মৃত ঘোষণা করেন। সাহান এর মৃত্যুর খবরটি নিজ গ্রাম বানিয়াচং শরীফখানী এলাকায় পৌছুলে সেখানে এক হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়। কান্নায় ভেঙ্গে পড়েন সাহান এর স্বজনরা। একটি সন্তান একটি পরিবারের জন্য অমূল্য সম্পদ। আর সেই সন্তান যদি অকালে চলে যায় তাহলে ওই পরিবারটির মানসিক অবস্থা কেমন হয়, তা ভাবাটা অনেক কঠিন বিষয়। সম্প্রতি বানিয়াচংয়ে পর পর কয়েকটি মোটর সাইকেল দূর্ঘটনায় অকালে চলে গেল ৬টি তাজা প্রাণ। সবার উচিৎ নিয়ন্ত্রিত ভাবে মোটর সাইকেল চালানো। বিআরটি ও ট্রাফিক আইন মেনে চলা সবার জন্য একান্ত প্রয়োজন, এসব আইন না মেনে চললে একদিকে দূর্ঘটনার কবলে পড়বেন আপনি তার সাথে বিরাট ক্ষতির মুখে পড়বে আপনার পরিবার। ইদানীং লক্ষ্য করলে দেখা যায় কম বয়সী ছেলেরা ভারী মোটর সাইকেল চালাচ্ছে। বয়সের সাথে তাল মিলিয়ে বাইক ব্যবহার করা উচিৎ। প্রায় বাইকে দেখা যায় লুকিং গ্লাস নেই। এটা যেমন বিআরটি আইনে অন্যায় তেমনি দূর্ঘটনারও অন্যতম কারন। এ উপজেলায় ২০২১ সালে ৬ মাসের ব্যবধানে মোটর সাইকেল দূর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৬জন টসবগে তরুণ।