Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ের পুরাণ পাথারিয়া ও লাখাই’র কামালপুরে অভিযান ৮ শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন বানিয়াচং ও লাখাই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে নির্বিঘœ ও রক্তপাতহীনভাবে সম্পন্ন করতে দেশীয় অস্ত্র উদ্ধারের উদ্যোগ নিয়েছে হবিগঞ্জ পুলিশ। গতকাল সোমবার বানিয়াচং ও লাখাই থানা পুলিশ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথকভাবে অভিযান চালিয়ে সহ¯্রাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করে। এর আগে গত রবিবার সিলেটের ডিআইজি ও হবিগঞ্জ পুলিশ সুপার এসএম মুরাদ আলি নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে পুলিশের সাথে মতবিনিময় সভা করেন। এ সময় প্রত্যেক থানার ওসিকে দেশীয় অস্ত্র উদ্ধারের নির্দেশ দেন। গতকাল সোমবার বানিয়াচংয়ের মক্রমপুরের পুরান পাথারিয়া গ্রাম থেকে পাঁচ শতাধিক দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ। সুজাতপুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক আব্দুর রহিমের নেতৃত্বে সংগীয় ফোর্সের সহায়তায় ১১নং মক্রমপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত পুরাণ পাথারিয়া গ্রাম থেকে এসব অস্ত্র জব্দ করা হয়। পুলিশ জানায়, দীর্ঘ সময় ব্যাপী অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এসব অস্ত্রের মধ্যে ছিলো টেটা, ফিকল, রামদা, ঢাল ইত্যাদি।
এদিকে লাখাই থানার ওসি সাইদুর রহমান জানান, শিবপুর ও কামালপুর থেকে ৩ শতাধিক ফিকল, টেটা, বল্লম, টেটাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের অভিযান প্রতিদিন চলবে বলে জানিয়েছেন। অপর দিকে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা এড়াতে অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্র জব্দ করা হয়।