Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে প্রতীক বরাদ্দের আগেই প্রতীক টাঙ্গিয়ে প্রচার !

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে প্রতীক বরাদ্দের আগেই এলাকায় নৌকা প্রতীক টাঙ্গিয়ে প্রচার চালিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে এক চেয়ারম্যান পদপ্রার্থীর বিরুদ্ধে। তিনি হলেন চুনারুঘাট সদর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ কুতুব উদ্দিন। তফসিল অনুযায়ী উপজেলায় প্রতীক বরাদ্দের দিন আগামী ২০ ডিসেম্বর, আরও ৫ দিন বাকী, অথচ সদর ইউনিয়নের নৌকার প্রার্থী তাঁর নিজ এলাকায় নোহা গাড়িতে নৌকা তৈরি করে ফিতা টাঙ্গিয়ে রেখে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যার গাড়ী নং-ঢাকা মেট্রো চ-৫১-৪১০১। ইউপিতে স্বতন্ত্র প্রার্থীরা বলেন, প্রতীক বরাদ্দের আগেই এভাবে নির্বাচনী প্রতীক টানানো নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। তিনি এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। নৌকার প্রার্থী কুতুব উদ্দিনের সঙ্গে মুটোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও থাকে পাওয়া যায়নি। উপজেলা রিটার্নিং অফিসার দ্বীপক কুমার রায় বলেন, নিয়মানুযায়ী প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থী প্রচার করতে বা নির্বাচনী প্রতীক টানাতে পারবেন না। ইউএনও সিদ্ধার্থ ভৌমিক বলেন, ‘কেউ আচরণবিধি লড়ঘন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।