Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ শহরে ভ্র্যম্যমান আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার ॥ শহরের শায়েস্তানগর ও পোদ্দার বাড়ি এলাকায় বিভিন্ন হোটেল ও রেস্তোরায় গতকাল ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচএম আরিফুল ইসলাম ও তানভীর হাসান রুমান পৃথক অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচএম আরিফুল ইসলাম পরিচালিত মোবাইল কোর্ট শায়েস্তানগর এলাকার শাহজালাল মিষ্টির ঘর এন্ড হোটেলকে ১ হাজার টাকা জরিমানা করেন। এসময় শাহজালাল হোটেলের ছবি তোলতে গেলে ওই হোটেলের মালিক জাহিদ মিয়া সাংবাদিক এনামুল হক সায়েম ও জাকারিয়া চৌধুরীর দিকে তেড়ে আসে ম্যাজিস্ট্রেটের সামনে। এসময় দম্ভক্তি করে বলে, ছবি পত্রিকায় প্রকাশ করা হলে মামলা করা হবে। পরে ম্যাজিস্ট্রেট জাহিদ মিয়াকে আটক করে ১ বছরের কারাদন্ড দেয়ার কথা বললে সাংবাদিকদের কাছে সে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে। পরে তাকে ১ হাজার টাকা জরিমানা করে মুক্তি দেয়া হয়।
অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান রুমান এর নেতৃত্বে পরিচালিত আদালত পোদ্দার বাড়ি এলাকার সোহাগ রেষ্টুরেন্টকে ৫শ টাকা জরিমানা করেন। এসময় তাদের সহযোগিতা করেন সদর থানার এসআই মিজানুর রহমানসহ একদল পুলিশ।