Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর দ্বি-বার্ষিক নির্বাচন ॥ অর্ডিনারী ও এসোসিয়েট গ্রুপে ১৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর দ্বি-বার্ষিক নির্বাচন-২০২১ অর্ডিনারী গ্রুপের ১২টি সদস্য পদে ১২ জন এবং এসোসিয়েট গ্রুপের ৬টি সদস্য পদে ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী গত ২১ নভেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ওই দিন অর্ডিনারী গ্রুপের ১২টি সদস্য পদে ১২ জন এবং এসোসিয়েট গ্রুপের ৬টি সদস্য পদে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। গতকাল ৯ ডিসেম্বর ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে গতকাল কোন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন নি। ফলে নির্দিষ্ট পদের অতিরিক্ত প্রার্থী না থাকায় হবিগঞ্জ চেম্বার নির্বাচন বোর্ড-২০২১ এর চেয়ারম্যান শাকিল মোহাম্মদ গতকাল তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
চেম্বার নির্বাচন বোর্ড-২০২১ এর চেয়ারম্যান শাকিল মোহাম্মদ প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে কোন প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার না করায় নির্বাচনযোগ্য সদস্য সংখ্যা ও বৈধ প্রার্থী সংখ্যা সমান হওয়ায় বানিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪ এর বিধি ১৭(১) এর অধীনে অর্ডিনারী গ্রুপ এর ১২টি সদস্য পদে ১২ জন ও এসোসিয়েট গ্রুপ এর ৬টি সদস্য পদে ৬ জন সহ সর্বমোট ১৮ জনকে ২০২১-২০২২, ২০২২-২০২৩ সনের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসাবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মর্মে ঘোষনা করা হলো।
অর্ডিনারী গ্রুপের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যগণ হচ্ছেন-মিজানুর রহমান শামীম, মোঃ হাবিবুর রহমান খান, আব্দুর রহমান, মোঃ দেওয়ান মিয়া, আবু হেনা মোস্তফা কামাল, মোঃ মফিজুর রহমান বাচ্চু, মোঃ তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, মশিউর রহমান শামীম, মোঃ জাহিরুল আলম, শেখ জামাল মিয়া, শংখ শুভ্র রায় ও মোঃ আব্দুল কদ্দুস। এসোসিয়েট গ্রুপ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যগণ হচ্ছেন-কায়সার আহমেদ চৌধুরী জনি, সোহেল রানা তালুকদার, মোঃ জয়নাল আবেদীন, শেখ আনিসুজ্জামান, সিদ্ধার্থ শংকর রায় পিনাক ও অতীন কুমার দত্ত চৌধুরী পাপন।