Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলায় ৩ লাখ ৪১ হাজার ৩৪৫ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খায়ানো হবে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন সিভিল সার্জন ডাঃ একে এম মোস্তাফিজুর রহমান।
কলিম উল্লা শিকদারের পরিচালনায় এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ। এ ছাড়াও প্রেসব্রিফিংয়ে হবিগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ৫ জুন জেলায় ৩ লাখ ৪১ হাজার ৩৪৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খায়ানো হবে। তন্মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪০ হাজার ৭১৩ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৬৩২ জন। আর এ কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করবে ৩৩০ জন স্বাস্থ্য বিভাগের মাঠ কর্মী, পরিবার পরিকল্পনা বিভাগের ৫২০ জন এফপিআই, এফডব্লিউএ, এফডব্লিউভি ও স্যাকমো, ২১৫ জন সিএইচসিপি ও ৩ হাজার ৭২৮ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে। তাছাড়া ১ হাজার ৮৮৬টি ইপিআই কেন্দ্রের স্থায়ী, অতিরিক্ত ও আইটরিচ কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙ্গের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে লাল রঙ্গের ক্যাপসুল খাওয়ানো হবে।