Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে চলন্ত ট্রেন থেকে বিচ্ছিন হয়ে গেল ৫টি বগি

স্টাফ রিপোটার ॥ মাধবপুরে আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের বগি দুইভাগে বিভক্ত হওয়ার ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনার প্রায় ৩ ঘন্টা পর বগিগুলো সংযোগ দিয়ে ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়। শায়েস্তাগঞ্জ স্ট্রেশনের উর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইফুল্লা জানান, সোমবার বেলা সোয়া ১১টার দিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে ‘আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি। পথিমধ্যে মাধবপুর উপজেলার মনতলা স্টেশনে বিকেল ৩টা ৪০ মিনিটে যাত্রাবিরতি করে। বিরতি শেষে আবারও যাত্রা শুরু করলে ট্রেনের ১৫টি বগির মধ্যে পেছনে ৫টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। বাকি ১০টি বগি নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছুটতে থাকে। বিষয়টি রেখে যাওয়া বগির বুকিং ক্লার্ক চালককে জানালে তিনি ট্রেন থামান। তিনি বলেন, ‘ট্রেনের ১১ নম্বর বগির ক্লিপটি ভেঙে যায়। যেঙ কারণে পছনের ৫টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আখাউড়া থেকে ক্লিপ এনে বগিটি জয়েন্ট দিলে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে ছেড়ে যায়। তবে স্টেশনের মধ্যে ঘটনাটি ঘটার কারণে অন্য কোন ট্রেন আটকা পড়েনি। বিকল্প প্ল্যাটফর্মে ট্রেন চলাচল অব্যাহত ছিল।