Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ বিভাগ মৃত্যু শূন্য

এক্সপ্রেস রিপোর্ট ॥ গত ২৪ ঘণ্টায় করোনায় ঢাকা বিভাগ ছাড়া ৭ বিভাগ মৃত্যু শূন্য, কমেছে সনাক্তের হার। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে গত ১ দিনে আরও ১৫৫ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, ঢাকা মহানগরীতে মৃত্যু দুইজনের। গতকাল শনিবার (২৭ নভেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ৫৭৯ জন। তাদের মধ্যে ২৭ হাজার ৯৭৫ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে।
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১৮৮ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪০ হাজার ১৮ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন।
গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৪৬২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৫ শতাংশ। এছাড়া আগের দিন ২৩৯ জন নতুন রোগী শনাক্ত এবং ২ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেই হিসেবে এক দিনে সংক্রমণ ও মৃত্যু দুটোই কমেছে।