Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রহমত তালুকদারকে সাধারণ সম্পাদক চায় উপজেলা ও ইউনিয়ন কৃষকলীগ

চুনারুঘাট প্রতিনিধি ॥ গত ২৩ নভেম্বর চুনারঘাট কৃষকলীগে সম্মেলন শেষ হলেও ঘোষণা করা হয়নি উপজেলা কৃষকলীগের কমিটি।
তবে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেছেন আগামী এক সপ্তাহের মধ্যে যেকোনো দিন হতে পারে চুনারুঘাট উপজেলা কৃষকলীগের কমিটি ঘোষণা।
চুনারুঘাট উপজেলা কৃষকলীগের ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের সাথে যোগাযোগ করে জানা যায় অধিকাংশ নেতা কর্মীরা জানান তৃণমুল থেকে রাজনীতি করে আসা রহমত তালুকদার সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায়।
চুনারুঘাট উপজেলা কৃষকলীগের ইউনিয়ন পর্যায়ে এবং ওয়ার্ড পর্যায়ের নেতারা বলেন, প্রকৃত কৃষক-কৃষানিদের নিয়ে পুরো উপজেলায় ছড়িয়ে আছে রহমত তালুকদারের জনমত। সে কারণে রহমত তালুকদার সাধারণ সম্পাদক হওয়ার সম্ভবনা বেশি।
পৌরসভার ৮নং ওয়ার্ডের খুরশেদ আলীর ছেলে রহমত আলী তালুকদার ছাত্র জীবন থেকেই আওয়ামীলীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন। আসন্ন চুনারুঘাট উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পদাক পদপ্রার্থী রহমত আলী তালুকদার এতদিন বাংলাদেশ কৃষকলীগ চুনারুঘাট পৌর শাখার সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করছিলেন। ২০০১ সালে ছাত্রলীগের সাথে সংযুক্ত ছিলেন। ২০১২ সালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ৮নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া রাজনৈতিক জীবনে অনেক মামলা ও কারাভোগের স্বীকার হয়েছে রহমত আলী তালুকদার ২০০৬ সালে বিএনপি সরকারের আমলে জামায়াত শিবিরের ষড়যন্ত্রে মামলায় কারাভোগ করতে হয়েছে।
রাজনীতির পাশাপাশি কিছু সামাজিক সংগঠনেও কাজ করে আসছেন তিনি। রহমত আলী তালুকদার চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ:প্রচার সম্পাদক, চুনারুঘাট বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ:সভাপতি এবং “হৃদয়ের বন্ধন একতা যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়া চুনারুঘাট বাজারের মেসার্স মামুন ট্রেডার্সের সত্বাধীকারী। পারিবারিক সূত্রে জানা যায় রহমত আলী তালুকদারের পিতা খুরশেদ তালুকদার আওয়ামীলীগের রাজনীতি সাথে জরিত ছিলেন, বড় ভাই নূর আলী তালুকদার বর্তমানে যুবলীগ নেতা। রহমত তালুকদার পারিবারিক ভাবে বঙ্গবন্ধুর আদর্শে ও আওয়ামীলীগের রাজনীতিতে বিশ্বাসী।