Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে দুটি ইটভাটাকে এক লাখ টাকা অর্থদন্ড

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কসবা (চরগাও) এলাকায় বিএসটিআইয়ের পরিমাপ ও মান অনুযায়ী ইট প্রস্তুত না করার দায়ে হাফিজ ব্রিক্স ও হিরো ব্রিক্স নামে দুটি ইটভাটাকে ১ লাখ অর্থদ- করা হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদ- করেন। জানা যায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কসবা (চরগাও) এলাকায় অবস্থিত হাফিজ ব্রিক ও হিরো ব্রিকে সঠিক পরিমাপ ও মান অনুযায়ী ইট প্রস্তুত না করার ঘটনায় অসংখ্য অভিযোগ ছিল। এর প্রেক্ষিতে সিলেট বিএসটিআইয়ের পরিদর্শক মো. পারভেজ মিয়া ও ইনাতগঞ্জ ফাঁড়ির একদল পুলিশকে সঙ্গে নিয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় বিএসটিআইয়ের পরিমাপ ও মান অনুযায়ী ইট প্রস্তুত না করার দায়ে হাফিজ ব্রিক ও হিরো ব্রিক নামে দুটি ইটভাটাকে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টি ইন্সটিটিউশন আইন অনুযায়ী ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদ- করা হয়। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করেছেন।