Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মানবপাচার মামলায় পিতা পুত্র কারাগারে

স্টাফ রিপোর্টার ॥ মানবপাচার মামলায় পিতা ও পুত্রকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার সকালে অভিযুক্ত পিতা ও পুত্র আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার নোয়াখাল চরগাঁও গ্রামের মোহাম্মদ আমীন ও তার ছেলে গিয়াস উদ্দিন।
জানা যায়, প্রায় দুই বছর আগে নবীগঞ্জ উপজেলার শাওখা বৈলাকিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে ফয়সল মিয়াকে ৫ লাখ টাকার বিনিময়ে কাতার পাঠান গিয়াস উদ্দিন ও তার বাবা মোহাম্মদ আমীন। ফয়সলকে তারা হোটেলে চাকরি দেয়ার কথা বলে কাতার নিলেও কোন কাজ দিতে পারেনি। যে কারণে দীর্ঘ ৮ মাস কাতারে মানবেতন জীবন-যাপন করেন ফয়সল। ৮ মাস পর বাড়ি থেকে আরও দুই লাখ টাকা দিয়ে ফয়সলকে দেশে ফেরত আনেন তার পরিবার।
এদিকে, দেশে ফিরে গত ৬ জানুয়ারি গ্রেপ্তারকৃত পিতা-পুত্রসহ তিন জনের বিরুদ্ধে আদালতে মানবপাচার মামলা দায়ের করেন ফয়সল মিয়া। এ মামলায় গতকাল মোহাম্মদ আমীন ও তার ছেলে গিয়াস উদ্দিন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ফয়সল মিয়া বলেন, গিয়াস উদ্দিন ও তার পিতা মোহাম্মদ আমীন শুধুমাত্র আমার সাথে প্রতারণা করেনি। তারা আরও অনেক মানুষের সাথে প্রতারণা করেছে। আরও অনেক যুবককে তারা বিদেশে নিয়ে তাদের জীবন নষ্ট করে দিয়েছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।