Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে বিদু্ৎ বিল বকেয়ার কারণে সংযোগ বিছিন্ন অভিযান

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় বিদুৎ বিল বকেয়ার কারণে সংযোগ বিছিন্ন অভিযান পরিচালনা করা হযেছে। অভিযানে নেতৃত্ব দেন যুগ্ম জেলা দায়রা জজ আবদুল হালিম। গতকাল মঙ্গলবার (২৩ নভেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন উপ-সহকারী প্রকশলী ইমাম হোসেন, সহকারী প্রকশলী আনসার আলী ও নির্বাহী প্রকশলী আবদুল মজিদ।
হবিগঞ্জ শহরের নিউ মুসলিম কোয়ার্টার, অনন্তপুর, গোবিন্দপুর, পাথরিয়া উমেদনগর, এসব এলাকায় বকেয়া থাকার কারণে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে মামলা দেওয়া হয়।
এ সময় যুগ্ম জেলা দায়রা জজ আবদুল হালিম বলেন, বকেয়া ও অবৈধ সংযোগ কারণে বিদ্যুৎ সংযোগ কেটে মামলা দেওয়া হয়েছে। অবৈধ সংযোগ ও বকেয়ার ব্যাপারে আমরা কঠিন অবস্থানে আছি। সবাই নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করলে লাইন কাটার প্রয়োজন হবে না। এদিকে ভুক্তভোগী গ্রাহকরা জানান, বিদ্যুত উন্নয়ন বোর্ডের কতিপয় কর্মচারীরাই মিটারসহ লাইনের সংযোগ দেন আবার তারাই মিটারের সাথে বিলের মিল না থাকায় সংযোগ বিচ্ছিন্ন করে মামলা দেওয়ার হুমকি দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।