Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে গাছের সঙ্গে কাভার্ড ভ্যানের ধাক্কা ॥ ২ ব্যক্তি আহত

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কায় চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্রিটিশ টোব্যাকো কোম্পানির সিগারেট বহনকারী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো উ ১১-৫৪৮১) ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে শায়েস্তাগঞ্জ মৎস্য সম্প্রসারণ কেন্দ্রের সামনে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এ ঘটনায় গাড়ীর সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে গাড়ির চালক ভিতরে আটকা পড়েন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ইব্রাহীম মিয়ার নেতৃত্বে একটি ইউনিট গাড়ীর ভেতরে আটকে থাকা চালক আব্দুল কাদের (৪৫) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। এর আগে হেলপারকে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করে জনতা। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফায়ার ফাইটার হাবিবউল্লাহ এর সত্যতা নিশ্চিত করেন। চুনারুঘাটে ভোক্তা অধিকারের অভিযান ॥ জরিমানা আদায় স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার নতুন ব্রীজ ও দূর্গাপুর বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ। গতকাল সোমবার (২২ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে ২টি প্রতিষ্ঠানকে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে অভিযানে নতুন ব্রীজ এলকার বকুলফুল ফুড এন্ড সুইট কে অপরিচ্ছন্ন পরিবেশে রান্না করা, অনেকদিনের পুরোনো তৈল ব্যবহার, অনুমোদনবিহীন রং ব্যবহার, মুল্যতালিকা না থাকা সহ বিভিন্ন অপরাধে ২৫ হাজার টাকা ও দূর্গাপুর বাজারের বিসমিল্লাহ সুইট এন্ড বেকারীকে নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্র¯‘ত, অনুমোদনবিহীন রং ব্যবহার, পন্যর গায়ে মেয়াদ মুল্য না থাকার কারনে ১৪ হাজার জরিমানা করা হয় । অভিযানে সহায়তা করেনে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।