Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ সদর থানার দারোগা পরিচয়ে ব্যবসায়ীর ৮২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক

স্টাপফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে পুলিশের এসআই পরিচয় দিয়ে অভিনব কায়দায় এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।
রাজনগর কবরস্থান সড়কের বাসিন্দা ও নবীগঞ্জ বাসস্ট্যান্ডের তৌহিদ এন্টার প্রাইজের মালিক আব্দুস সালাম ঘটনার ব্যাপারে সদর থানায় অভিযোগ করেছেন। তিনি জানান, গতকাল সোমবার দুপুর ১২টার দিকে এক প্রতারক তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাকে খুঁজে না পেয়ে ভিজিটিং কার্ড আনে। পরবর্তীতে সালামকে ফোন দিয়ে সদর থানার এসআই হারুন মিয়া পরিচয় দিয়ে বলে পুলিশ লাইনে কিছু বিল্ডিংয়ে পুরাতন কিছু লোহাসহ বিভিন্ন সরঞ্জাম আছে। এগুলো বিক্রি করা হবে। তার কথামতো আব্দুস সালাম সদর থানায় এসে ওই প্রতারকের সাথে দেখা করেন। প্রতারক কয়েকবার থানার ভেতরে প্রবেশ করে এবং তাকে বলে প্রায় আড়াই টন লোহা আছে পুলিশ লাইনে। ৪৪ টাকা কেজি দরে তাকে ৮২ হাজার টাকা দিতে বলে এবং অবশিষ্ট টাকা ওই প্রতারক সালামের দোকান থেকে নিয়ে আসবে বলে জানায়। সালাম তাকে ৮২ হাজার টাকা দেন। টাকা নিয়ে থানার ভেতরে প্রবেশ করার কিছুক্ষণ পর বেরিয়ে আসে এবং সালামকে বলে তার স্যারের জন্য বেনসন সিগারেট নিয়ে আসতে। সিগারেট নিয়ে প্রতারক থানার ভেতরে প্রবেশ করে এবং সালামকে থানার ভেতরের বারান্দায় সোপায় বসায়। এরপর কৌশলে ওই প্রতারক পালিয়ে যায়। এতেই বুঝতে পারেন সালাম প্রতারণার শিকার হয়েছেন। তবে থানা এবং সালামের দোকানের সিসিটিভির ভিডিও ফুটেজে প্রতারকের প্রতারণা ধরা পড়লে মুখে মাস্ক পড়া থাকায় তার চেহারা চিহ্নিত করা যাচ্ছে না। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে তদন্ত করছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, ওই প্রতারক থানার কেউ নয়। পুলিশের নাম ভেঙে অভিনব কায়দায় কেউ প্রতারণা করেছে, এর দায়ভার পুলিশের নয়। তবুও তদন্ত করে অচিরেই ওই প্রতারককে ধরা হবে। এ বিষয়ে প্রতারণার শিকার সালাম সদর থানায় সাধারণ ডায়েরী করেছেন।