Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে শীতের আগমনে জমে উঠেছে পুরান কাপড়ের ব্যবসা

রাহিম আহমেদ ॥ কড়া নাড়ছে শীত। সারা দিন রোদের রাজত্ব শেষে সন্ধ্যা নামতেই বদলে যাচ্ছে তাপমাত্রা। ভোরের দিকে চাদর বিছিয়ে দিচ্ছে কুয়াশা। তবে এখনো জেঁকে বসেনি শীত। কিন্তু শীত মোকাবিলায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রস্তুতি। বাজারে আসতে শুরু করেছে গরম কাপড়। হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে জমজমাট হয়ে উঠেছে শীতবস্ত্রের বাজার। শহরের পৌর হকার্স মার্কেট এলাকা ঘুরে দেখা গেছে, এখানকার হকার্স (পুরান মালের) বিপণিবিতানগুলোতে শীতের পোশাক কিনতে ভিড় করছেন ক্রেতারা। এ বছর শহরের মেইন রোডের পূর্ণ নির্মান কাজ চলার কারণে অনেক এলাকায় ফুটপাতে ও রাস্তার পাশে ভ্যানগাড়িতে খুব একটা বিক্রি হচ্ছে না শীতের পোশাক। পৌর হকার্স মার্কেটের (পুরান মালের) প্রায় সব দোকানেই কম-বেশি উঠেছে শীতের কাপড়। ক্রেতাদের পছন্দের ওপর ভিত্তি করে বিক্রেতারা সাজিয়েছেন পসরা। উলের তৈরি সোয়েটার, চাদর, জ্যাকেট, ব্লেজার, মাফলার, টুপি কিংবা হাতমোজা সবই মিলছে এখানে। বিক্রিও চলছে দেদারসে। দোকানিরা জানালেন, অক্টোবরের শেষ সপ্তাহ থেকেই শুরু হয়েছে শীতবস্ত্রের কেনাবেচা। আর এক সপ্তাহ ধরে জমে উঠেছে খুচরা বিক্রির বাজার। প্রতিদিনই বাড়ছে ক্রেতার সংখ্যা।
হকার্স মার্কেটের একজন ব্যবসায়ী বলেন, ‘শীত আসার আগে এই দোকানে শার্ট-প্যান্ট ও টি-শার্ট বিক্রি হতো। কিন্তু শীতের সময় আমরা গরম কাপড় বিক্রি শুরু করি।’ নতুনের পাশাপাশি হকার্স মার্কেটে বিক্রি হচ্ছে পুরোনো শীতের কাপড়ও। দামে সস্তা হওয়ায় নি¤œবিত্তের ক্রেতাদের কাছে এই কাপড়ের চাহিদা বেশি। পৌর হকার্স মার্কেটে (পুরান মালের) দোকানে মেয়েদের সোয়েটারের দাম মানভেদে ১০০ থেকে ৫০০ টাকা, ছেলেদের সোয়েটার ৫০ থেকে ৪০০ টাকা, ছেলেদের জ্যাকেট ১৫০ থেকে ৪০০০ টাকা, বাচ্চাদের সোয়েটার ৩০ থেকে ৬০০ টাকা, হাতের মোজা ৩০ থেকে ১৫০ টাকা। এ ছাড়া এখানে মানভেদে সাধারণ টুপি ৪০ থেকে ১০০ টাকা ও মাফলার ৫০ থেকে ২৫০ টাকায় পাওয়া যাচ্ছে। শীতের কাপড়ের পাশাপাশি বিক্রি বেড়েছে কম্বলের। পৌর হকার্স মার্কেটের একজন ব্যবসায়ী বলেন, ‘বিক্রি শুরু হয়েছে কম্বলের তাই প্রতিবারের মতো আমি এবার কম্বল তুললাম দোকানে। বিক্রি ভালো হচ্ছে।’ এসময় একজন ক্রেতা জানান, মানভেদে বিভিন্ন কম্বল ১০০ থেকে শুরু করে ৫০০০ টাকায় পাওয়া যাচ্ছে তাই এখানে কেনাকাটা করতে আসলাম । শহরতলীর পৈল গ্রামের করিম রহমান হকার্স মার্কেটে এসেছিলেন শীতের কাপড় কিনতে। গতকাল শনিবার সন্ধ্যায় কথা হয় তাঁর সঙ্গে। তিনি জানালেন, ‘হঠাৎ করে শীত নেমে গেলে গরম কাপড়ের দামও বেড়ে যাবে, তাই আগেভাগেই কাপড় কিনে নিতে এখানে আসা।’ শীতের কাপড় প্রসঙ্গে একজন ব্যবসায়ী বলেন, ‘গত বছর করোনা অস্থিরতার কারণে আমাদের শীতবস্ত্রের বেচাকেনা কম ছিল। আশা করছি, এবার ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে।’