Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

স্টাফ রিপোর্টার ॥ আজ থেকে ১৫৯ বছর আগে অধিকার আদায়ের জন্য যে সাঁওতালরা বিদ্রোহ করেছিল। সেই অধিকার আজও প্রতিষ্ঠিত হয়নি হবিগঞ্জের চা বাগানগুলোতে কাজ করা ৩০ হাজার সাঁওতালের। মাত্র ৬৯ টাকা মজুরী এবং সকলের কাজ না থাকায় তারা মানবেতর জীবন যাপন করছেন। অথচ এদেশের কৃষির পাশাপাশি চা শিল্পের গোড়াপত্তন হয়েছিল সাঁওতালদেরই শ্রমের মাধ্যমে।
ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে গতকাল রবিবার দুপুরে চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানে ‘যুক্তির ধনুক দাও, মুক্তির টানে’ এই শ্লোগানকে সামনে রেখে ইন্ডিজিনিয়াস সোশাল ডেভেলপমেন্ট অফ অর্গানাইজেশন র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ আদীবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলার সভাপতি স্বপন সাওতালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশহুদুল কবির। বক্তব্য রাখেন, মনি শংকর কর্মকার, লাল সাওতাল, সনো সাওতাল, সুরেশ বেত্রা ও পিংকু সাওতাল।
‘সিধু কানু জেগেছে, বৃটিশ শাসন ভেঙ্গেছে, সাওতাল জাতীর লাগিতে এই গানে গানে সাওতালরা স্মরণ করে তাদের পূর্ব পুরুষদের।