Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুর পৌরসভার প্রায় ২০ কোটি টাকার বাজেট ঘোষনা

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ অবকাঠামো উন্নয়ন, স্যানিটেশন, পৌর ভবন নির্মাণ সহ পরিকল্পিত পৌরসভা ও নাগরিক সেবা বৃদ্ধির প্রতিশ্র“তি রেখে নতুন কোনো করারোপ ছাড়া মাধবপুর পৌরসভার ২০১৪-২০১৫ অর্থ বছরের ১৯ কোটি ৭৮ লাখ ১৪ হাজার ৩৬০ টাকা বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে পৌর মেয়র হীরেন্দ্র লাল সাহা এ বাজেট ঘোষনা করেন। ২০১৪-২০১৫ অর্থ বছরে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ২ কোটি ৫২ লাখ ১৪ হাজার ৩৬০ টাকা। উন্নয়ন খাতে আয় দেখানো হয়েছে ১৭ কোটি ২৬ লাখ টাকা। রাজস্ব খাতে ব্যয় দেখানো হয়েছে ২ কোটি ৪১ লাখ ২৩ হাজার ২১৫ টাকা। উন্নয়ন সহায়ক খাতে ব্যয় দেখানো হয়েছে ১৭ কোটি ২৬ লাখ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ১০ লাখ ৯১ হাজার ১৪৫ টাকা। পৌর সচিব মোঃ ফারুক ও অফিস সহকারী সরবিন্দু রায়ের পরিচালনায় উন্মুক্ত বাজেট উত্তর সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা দেবাশীষ দেবনাথ, সহকারী কমিশনার ভূমি মোঃ শফিউল্লাহ, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন আল রনি, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, শিক্ষক সাইফুল ইসলাম মৃধা, ব্যবসায়ী সমিতির সভাপতি ওসমান খান, কাউন্সিলর গোলাপ খান, ব্যবসায়ী কদর আলী মোল্লা প্রমুখ।