Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন ॥ ৫ ব্যক্তির কারাদন্ড

স্টাফ রিপোটার ॥ আজমিরীগঞ্জ উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ ব্যক্তিকে ১ মাসের করে কারাদ- দিয়েছে মোবাইল কোর্ট। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সালেহা সুলতানা সুমি এবং আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশের যৌথ অভিযান পরিচালনা করেন। অবৈধভাবে বালু ও ভিট মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ও৫ ধারা অমান্য করে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় মিঠামইন উপজেলার চানপুর গ্রামের মোঃ নুর পুত্র রতন মিয়া (১৮), করিমগঞ্জ উপজেলার চামড়া ঘাট গ্রামের আবু বকর ছিদ্দিক মিয়ার পুত্র শরীফুল ইসলাম (২০), করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি গ্রামের লিটন মিয়ার ছেলে জুনায়েদ মিয়া (১৮), করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের মঞ্জিল মিয়ার পুত্র মাহবুবুল আলম (২০), নাসিরনগর চাতলপাড় গ্রামের জজ মিয়ার পুত্র মোঃ রুয়েল মিয়া (৩০) কে ১ মাসের কারাদ- প্রদান করা হয় এবং ৩টি ড্রেজার মেশিনের পাইপ ধ্বংস করা হয়। মোবাইল কোর্টকে সহায়তা করে এস আই প্রদীপ দাশের নেতৃত্বে একদল পুলিশ।