Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাজারে অস্বস্থি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে নিত্য প্রয়োজনীয় জিনিসের সাথে পাল্লা দিয়ে ডিমের দামও বৃদ্ধি পেয়েছে। তবে বিক্রেতাদের অভিযোগ, হবিগঞ্জ থেকে ডিম বিভিন্ন জেলায় পাঠানোর হওয়ায় এসব ডিমের দাম চড়া হয়েছে। গত কিছুদিন আগে ফার্মের মুরগির ডিম এক হালি ৩০ থেকে ৩২ টাকা, হাঁসের ডিম ৩৫-৪০ টাকা এবং দেশী মুরগির ডিম ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হতো। কিন্তু ইদানিং ফার্মের মুরগির ডিম ৪০-৪৫ টাকা, হাঁসের ডিম ৬০ থেকে ৬৫ টাকা ও দেশী মুরগির ডিম ১০০-১১০ টাকায় বিক্রি হচ্ছে। গতকাল হবিগঞ্জ শহরের বিভিন্ন বাজার সরেজমিন ঘুরে এ দৃশ্য দেখা যায়। কয়েকজন ব্যবসায়ী জানান, গ্রামগঞ্জ থেকে আসা ডিম আড়তদার কিনে বিভিন্ন জেলায় পাঠিয়ে দিচ্ছে। ফলে অতিরিক্ত দামে বিক্রি করতে হয়। ক্রেতারা জানান, মাছ, তরকারির পাশাপাশি ডিমের দামও বৃদ্ধি পেয়েছে। ফলে এসব ডিম কিনতে হিমশিম খেতে হচ্ছে। তবে ব্যবসায়ীরা আরও জানান, সামনে হয়তো ডিমের দাম কমতে থাকবে।