Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নাগুরা ধান গবেষণা ইনস্টিটিউটে নবান্ন উৎসব উদযাপন

মোহাম্মদ জালাল উদ্দিন রুমী, শায়েস্তাগঞ্জ থেকে ॥ হবিগঞ্জের নাগুরা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়ে নবান্ন উৎসব উদযাপন করা হয়েছে। গতকাল ১৬ নভেম্বর সকাল ১১টার দিকে উৎসবমুখর পরিবেশে কৃষক, শ্রমিক, মজুর, স্থানীয় ধান গবেষণা ইনস্টিটিউটের উর্র্ধতন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সকলকে নিয়েই আনুষ্ঠানিকভাবে নবান্ন উৎসব উদযাপন করা হয়। আনন্দ-উৎসবে ইনস্টিটিউটের মুখ্য ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক উপস্থিত সকলকে নবান্নের পিঠা-পুলি ও মিষ্টিমুখ করিয়ে নবান্ন উৎসবের শুভ সূচনা করেন।
উৎসব শেষে সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ রফিকুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা তুহিন হালদার, স্টোর অফিসার মোহাম্মদ আলমাস আলী মুঘল সহ অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকরা নবান্ন উৎসবে অংশগ্রহণ করেন।