Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজ ঐতিহাসিক বদলপুর যুদ্ধের ৫০ তম বছর পূর্তি

বিশেষ প্রতিনিধি ॥ ১৬ নভেম্বর/৭১, ০১ অগ্রহায়ন, ২৭ রমজান মঙ্গলবার অগ্নিঝড়া এ দিনে ভাটি বাংলার অন্যতম অকুতোভয় গেরিলা কমান্ডার জগজ্যোতি দাস (শ্যাম) হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার নিজ জন্মভূমি জলসূখা থেকে ৫ কিলোমিটার উত্তরে বদলপুর গ্রামের দক্ষিণে কৈয়ারবিল নামক স্থানে পাকবাহিনীর সাথে সম্মুখ সমরে এক সহযোদ্ধা সহ শহীদ হন। এ উপলক্ষে আজমিরীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযুদ্ধের দুর্ধর্ষ গেরিলা বাহিনীর গাজী মুক্তিযোদ্ধাদের যৌথ উদ্যোগে ব্যাপক কর্মসূচী নেয়া হয়েছে। তন্মধ্যে সকাল ১১টায় “ঐতিহাসিক বদলপুর যুদ্ধ ॥ বীর উত্তম জগৎজ্যোতি দাস” শীর্ষক এক আলোচনা সভা আজমিরীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ এর মিলনায়তনে অনুষ্ঠিত হইবে। সভায় ভাটি বাংলার সকল স্তরের জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাসহ মুক্তিযুদ্ধের দুর্ধর্ষ গেরিলা বাহিনী “দাসপাটিৃর” গাজী মুক্তিযোদ্ধাদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে বলে যুদ্ধকালীন দাস পার্টির সেকেন্ড ইন কমান্ড বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ চৌধুরী জানিয়েছেন।