Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জের জলসুখা কেন্দ্রে ভোট গননাকালে ব্যালট পেপারে আগুন ॥ সংঘর্ষে আহত ৫০ ॥ ফলাফল স্থগিত

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলায় গতকাল ইউনিয়ন নির্বচনে ভোট গ্রহণের পর গণনাকালে জলসুখা ইউনিয়নের জলসূখা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গননাকালে একদল বহিরাগত লোক কেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার আগুন দিয়ে পুড়িয়ে ফেলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী এডভোকেট রুখসানা আক্তার শিখা ও ফয়েজ মিয়া খেলুর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের প্রায় ৫০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে।
গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জলসুখা ইউনিয়নের সবকটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে গণনা চলাকালে সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে একদল বহিরাগত জলসুখা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপারে আগুন ধরিয়ে দেয়। এর জের ধরে চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এডঃ রোখসানা আক্তার ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফয়েজ মিয়া খেলুর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে পুলিশ রাবার বুলেট ও কাদানে গ্যাস নিক্ষেপ করে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুল জব্বার এর কথা বললে তিনি জানান, ব্যালট পেপার আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, রাবার বুলেট ও কাদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।