Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং গ্যানিগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত ॥ ১৫ হাজার টাকা জরিমানা

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পন্য, ফরমালিনযুক্ত শুটকী ও লাইসেন্সবিহীন ব্যবসা ও নোংরা পরিবেশে খাবার তৈরীর অপরাধে বিভিন্ন ব্যবসা প্রতিষ্টান এর কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। গতকাল বিকালে ভ্রাম্যমান আদালত এর ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউর রহমান সদরের গ্যানিংগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বানিয়াচং থানার এসআই দেবজিৎ সিংহ, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) মোঃ ছাদিকুর রহমান, ভূমি অফিসের নাজির শফাকুজ্জামান চৌধুরী, মৎস্য অফিসের হাবিবুর রহমান। অভিযান পরিচালনার সময় নোংরা পরিবেশে খাবার তৈরীর দায়ে সুন্দরবন হোটেলকে ১ হাজার টাকা, তিন ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট ২ হাজার টাকা, লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করার দায়ে মেঘনা বেকারীকে ৫ হাজার টাকা, ছালমা বেকারীকে ৫ হাজার এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে তানিয়া ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকা জরিমান প্রদান করা হয়। এসময় কয়েকজন শুটকী ব্যবসায়ীর দোকানে অভিযান চালিয়ে শুটকী পরীক্ষা করে মাত্রাতিরিক্ত ফরমালীন পাওয়া প্রায় ৪ মণ শুটকী ধ্বংস করা হয়। এদিকে অধিকাংশ ফল ব্যবসায়ীরা ভ্রাম্যমান আদালত এর উপস্থিতি টের পেয়ে দ্রুত ফল সরিয়ে অন্যত্র ছিঁটকে পড়ে। এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত এর ম্যাজিষ্ট্রেট এবিএম মশিউর রহমান, ফল ব্যবসায়ীদের ফরমালিন যুক্ত ফল বিক্রি না করতে অনুরোধ জানান। পরবর্তী অভিযানে কোন ফল ব্যবসায়ীর দোকানে ফরমালিন যুক্ত ফল পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।