Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজ আজমিরীগঞ্জে ভোট

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজ বুধবার আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৪৮টি কেন্দ্রে ২০৮টি বুথে ৭৪ হাজার ৯৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুষ্টু ও অবাদ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে প্রতিটি ইউনিয়নে ১জন করে ম্যাজিষ্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। শান্তিশৃংখলা রক্ষায় ৫১৩ জন পুলিশ, ৮১৬ জন আনসার, ৫ প্লাটুন র‌্যাব, ৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
নির্বাচনে ৫টি ইউনিয়নে নৌকার মাঝি হিসেবে রয়েছেন ৫ জন প্রার্থী, স্বতন্ত্র-বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে রয়েছেন আরো ১১ জন। সাধারণ ওয়ার্ড পুরুষ ১৭৪ এবং সংরক্ষিত ওয়ার্ড মহিলা ৬০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে ১নং আজমিরীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীগণ হচ্ছেন- আওয়ামীলীগ মনোনীত উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশরাফুল হোসেন মোবারুল (নৌকা), স্বতন্ত্র বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান ইসমাঈল হোসেন শরস (আনারস), আওয়ামীলীগ নেতা মোঃ স্বাধীন মিয়া (ঘোড়া)। এ ইউনিয়নে মোট ভোটার হচ্ছে ৭ হাজার ৩১৫ জন। তন্মধ্যে পুরুষ ৩ হাজার ৫৩৫ জন ও মহিলা ৩হাজার ৭৮০ জন।
২নং বদলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামীলীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান চেয়ারম্যান সুশেনজিৎ চৌধুরী (নৌকা) আওয়ামীলীগ বিদ্রোহী নীল কমল চৌধুরী (আনারস) ও আওয়ামী বিদ্রোহী এডঃ অসিম কুমার চৌধুরী (মোটর সাইকেল)। এ ইউনিয়নে মোট ভোটার হচ্ছেন ১৬ হাজার ২৩৬ জন। তন্মধ্যে পুরুষ ৮ হাজার ২৪৬ জন ও মহিলা ৭ হাজার ৯৯০ জন।
৩ নং জলসুখা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামীলীগ মনোনীত উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার শিখা (নৌকা), আওয়ামীলীগ বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু (আনারস) ও বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী জামির হোসেন (মোটর সাইকেল)। এ ইউনিয়নে মোট ভোটার হচ্ছেন ১২ হাজার ৩৮ জন। তন্মধ্যে পুরুষ ৬ হাজার ১৩৬ জন ও মহিলা ৫ হাজার ৯০২ জন।
৪নং কাকাইলছেও ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামীলীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজবাহ উদ্দিন ভূইয়া (নৌকা), আওয়ামীলীগ বিদ্রোহী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ উদ্দিন (আনারস)। এ ইউনিয়নে মোট ভোটার হচ্ছেন ২১ হাজার ২৬০ জন। তন্মধ্যে পুরুষ ১০ হাজার ৭৮৮ জন ও মহিলা ১০ হাজার ৪৭২ জন।
৫নং শিবপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামীলীগ মনোনীত সাবেক চেয়ারম্যান মোঃ তকছির মিয়া (নৌকা), স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান আলী আমজদ তালুকদার, নলিউর রহমান, মাহবুবুল হোসেন, জাহাঙ্গীর আলম তালুকদার। এ ইউনিয়নে মোট ভোটার হচ্ছেন ১৮ হাজার ১১৪ জন। তন্মধ্যে পুরুষ ৮ হাজার ৭৮৮ জন ও মহিলা ১০ হাজার ৪৭২ জন।