Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের কর্মীর উপর হামলা ॥ কোন হামলা হয়নি, তর্কবিতর্ক হয়েছে-মিজবাহ উদ্দিন

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে হামলায় মোঃ কামাল হোসেন (২২) নামে এক যুবক আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত কামাল হোসেন নজরাকান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ চান মিয়ার পুত্র ও কাকাইলছেও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিনের ভাতিজা। এ নিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিনের ভাতিজা কামাল হোসেন নির্বাচনী প্রচারণা শেষে গতকাল রাত ১০ টার দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় অপর আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজবাহ উদ্দিন ভূইয়ার ভাতিজা তোফায়েল ভূইয়া ও তার সঙ্গীয়দের সাথে কথা কাটাকাটি হয়। আহত কামাল হোসেন জানান, এ সময় তোফায়েল ভূইয়া ও তার সঙ্গীয়রা তাকে মারধর করে। এক পর্যায়ে মাথায় আগ্নেয়াস্ত্র টেকিয়ে প্রচারণা থেকে সরে দাড়ানোর কথা বলে, নতুবা হত্যার হুমকী দেয়। এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন জানান, আগামী ১১ নভেম্বরের নির্বাচনে তার বিজয় নিশ্চিত দেখে প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামীলীগ মনোনীত মিজবাহ উদ্দিন ভূইয়া ও তার লোকজন দিশেহারা। তারা আমার নিশ্চিত বিজয় ছিনিয়ে নিতে বিভিন্ন ভাবে হুমকী-দামকী প্রদান করছে। এর অংশ হিসেবে কামাল হোসেনের উপর হামলা চালানো হয়েছে। আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজবাহ উদ্দিন ভূইয়ার সাথে কথা বললে তিনি জানান, আশরাফ উদ্দিন নির্বাচনে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করছে। কোন ধরনের মারামারির ঘটনা ঘটেনি। তর্কবিতর্ক হয়েছে। ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে সুস্থ মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।