Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ সদর হাসপাতালে আবারও দালালদের উৎপাত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে আবারও দালালদের উৎপাত বৃদ্ধি পেয়েছে। পুলিশের অভিযানে পুরাতন দালালরা গা ঢাকা দিলেও নতুন দালালরা মাথাছড়া দিয়ে উঠেছে। গ্রামগঞ্জ থেকে আসা সহজ-সরল রোগীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে দালাল চক্রটি। অভিযোগ আছে, প্রতিদিনই হাসপাতালের কতিপয় কর্মচারীদের ছত্রছায়ায় জরুরি বিভাগের সামনে দালালরা উৎপেতে বসে থাকে। গ্রামগঞ্জ থেকে রোগী এলেই ভয় দেখিয়ে প্রাইভেট ক্লিনিক ও ডাক্তারের চেম্বারে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে চিকিৎসার নামে গলাকাটা টাকা আদায় করে। এর এক ভাগ ওই দালাল চক্র পায়, আরেকভাগ পায় হাসপাতালের অসাধু কর্মচারীরা। অনুসন্ধানে জানা যায়, প্রায় ১৮০ জন দালাল রয়েছে। এর মাঝে পুরুষের পাশাপাশি নারী দালালও রয়েছে। কয়েকজন রোগী জানান, হাসপাতালের জরুরি বিভাগের সামনে কয়েকজন দালাল বসে থাকে। রোগী আসামাত্রই বলে, হাসপাতালে ডাক্তার নেই। তাছাড়া হাসপাতালে বেশ কয়েকদিন ভর্তি থাকতে হবে। আমাদের কথা মতো ক্লিনিকে গেলে কম টাকায় চিকিৎসা মিলবে। এ ছাড়া হাসপাতালের কিছু কর্মচারী ও নার্সরা দালালদের সক্রিয়ভাবে সহায়তা করছে। এ বিষয়ে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, কিছুদিনতো দালালদের দৌরাত্ব বন্ধ ছিল। শুনেছি আবার শুরু হয়েছে। তবে আমাদের অভিযান নিয়মিত চলবে।