Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে জাতীয় যুব দিবস পালিত

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে বানিয়াচংয়ে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। সোমবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় দিবসের এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এই অগ্রযাত্রায় কা-ারি হবে দেশের যুবসমাজ। তরুণরাই দেশকে উন্নত অবস্থানে নিয়ে যেতে পারে। মাদক ও জঙ্গিবাদ যেন যুবসমাজকে বিপথগামী না করে সেদিকে নজর দেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন ট্রেডে যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণ দেয়। সময়ের সঙ্গে প্রশিক্ষণে প্রোগ্রামিং ও ফ্রিল্যান্সিংয়ের মতো আধুনিক বিষয় যুক্ত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাফর ইকবাল চৌধুরী। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মহিউদ্দিন আগা খান এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ, নির্বাচন কর্মকর্তা মোঃ আরমান ভূইয়া, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকতা সুদ্বীপ কুমার, সমবায় কর্মকর্তা হোসেন আহমেদ, যুবলীগ নেতা কাউছার মিয়া প্রমুখ। অনুষ্ঠানে যুবদের মধ্যে যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করা হয়।