Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন ॥ ২৭ পদে ৩৪ জনের মনোনয়ন দাখিল

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ (২০২১-২০২৫) নির্বাচনে ২৭ পদে ৩৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে সহ-সভাপতির ৪ পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম-সাধারণ সম্পাদকের ২ পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, নির্বাহী সদস্য (১৪ পদ) ও সংরক্ষিত মহিলা সদস্যের (২ পদ) ১৬ পদে ২০ জন। প্রার্থীরা হলেন, সহ-সভপতি পদে এডঃ আলমগীর চৌধুরী, শংখ শুভ্র রায়, এডঃ সুলতান মাহমুদ, এডঃ শাহ ফখরুজ্জামান ও এডঃ এনামুল হক সেলিম। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি ও বর্তমান অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. বদরুল আলম। অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে মঈন উদ্দিন তালুকদার সাচ্চু ও মো. আজম উদ্দিন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন চৌধুরী পারভেজ, রাসেল চৌধুরী ও মো. নাজমুল হোসেন আনার। কোষাধ্যক্ষ পদে হুমায়ুন কবির চৌধুরী সাহেদ ও এন.এম ফজলে রাব্বি রাসেল। এছাড়াও নির্বাহী সদস্য (১৪ পদ) ও সংরক্ষিত মহিলা সদস্যের (২ পদ) ১৬ পদে ২০ জন মনোনয়নপত্র দাখিল করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থী তালিকা প্রকাশ ২ নভেম্বর। প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে আপিল ৩ নভেম্বর। প্রার্থীতা প্রত্যাহার ৪ নভেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা ৭ নভেম্বর ও ভোটগ্রহণ ১০ নভেম্বর। হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামস্থ জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সহকারী কমিশনার শামসুদ্দিন মো. রেজা। ৩১ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সভাপতি (জেলা প্রশাসক), সিনিয়র সহ-সভাপতি (পুলিশ সুপার), সহ-সভাপতি (অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক) ও নির্বাহী সদস্য ১টি (জেলা ক্রীড়া কর্মকর্তা) পদাধিকার বলে মনোনিত হয়ে থাকেন। অবশিষ্ট ২৭ পদ (সহ-সভাপতি ৪টি, সাধারণ সম্পাদক ১টি, অতিরিক্ত সাধারণ সম্পাদক ১টি, যুগ্ম-সম্পাদক ২টি, কোষাধ্যক্ষ ১টি, নির্বাহী সদস্য ১৪টি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ‘সংরক্ষিত-মনোনিত’ ২টি ও মহিলা সদস্য ‘সংরক্ষিত-মনোনিত’ ২টি) গোপন ব্যালটে নির্বাচনের মাধ্যমে পূরণ করা হয়ে থাকে।