Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চেয়ারম্যান আনোয়ারের বলিষ্ট পদক্ষেপ আতুকুড়া থেকে ৬টি চোরাই গরু উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের পুকড়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের বলিষ্ট পদক্ষেপে উদ্ধার করা হয়েছে ৬টি চোরাই গরু। এসময় ১জনকে আটক করা হয়। গত বুধবার দিবাগত গভীর রাতে বানিয়াচং থানা পুলিশের সহযোগিতায় সুবিদপুর ইউনিয়নের আতুকুড়া গ্রাম থেকে গরুগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা গরুগুলোর মধ্যে পুকড়া ইউনিয়নের নাগুড়া গ্রামের অজিত দাসের ২টি এবং একই গ্রামের সুশান্ত দাসের ২টি গরু তাদেরকে দেয়া হয়েছে। অপর ২টি গরুর মালিক না পাওয়ায় তা দেয়া সম্ভব হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৫ আগষ্ট অজিত দাসের ২টি এবং ৬সেপ্টেম্বর সুশান্ত দাসের ২টি গরু চুরি হয়। বিষয়টি তারা স্থানীয় চেয়ারম্যান আনোয়ার হোসেনকে জানান। তিনি বিভিন্ন স্থানে সোর্স নিয়োগ করেন। সোর্সের মাধ্যমে জানতে পারেন কয়েকটি চোরাই গরু আতুকুড়া গ্রামের আকলাছ মিয়া আখনিজ, মান্নান আখনজি ও আলীম আখনজির বাড়িতে রয়েছে। এরই প্রেক্ষিতে বুধবার রাতে পুলিশ সাথে নিয়ে তাদের বাড়িতে অভিযান চালান। অভিযানে ৬টি গরু উদ্ধার করা হয় এবং মান্নান আখনজি নামে একজনকে আটক করা হয়। এলাকাবাসী সূূত্রে জানা গেছে, ওই গ্রামে গরু চোরদের একজন গডফাদার রয়েছে। ওই গডফাদারই চোরদের নিয়ন্ত্রণ করে থাকেন। আটক মান্নানকে রিমান্ডে এনে জ্ঞিাসাবাদ করলে গডফাদারের নামসহ আরো অনেক তথ্য পাওয়া যাবে বলে এলাকাবাসী মনে করেন।