Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্টিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি, এই শ্লোগানকে সামনে রেখে নবীগঞ্জে পালিত হয়েছে “কমিউনিটি পুলিশিং ডে”। এ উপলক্ষে শনিবার (৩০ অক্টোবর) সকালে নবীগঞ্জ থানা পুলিশের আয়োজনে বিশাল বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে থানা প্রাঙ্গনে শেষ হয়েছে। পরে আলোচনা সভা অনুষ্টিত হয়। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদের সভাপতিত্বে ও এসআই সমীরণ চন্দ্র দাশ এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান গতি গবিন্দ্র দাশ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, বাউসা ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, প্যানেল মেয়র-১ জায়েদ চৌধুরী, নবীগঞ্জ থানার তদন্ত ওসি আমিনুল ইসলাম, ওসি অপারেশন আব্দুল কাইয়ূম, থানা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আবজল হোসেন, সাবেক প্যানেল মেয়র-১ এটিএম সালাম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, পৌর কাউন্সিলর লুৎফুর রহমান মাখন, ফজল আহমেদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসকাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সরওয়ার শিকদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাবেক সহ-সভাপতি আশাহিদ আলী আশা, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, সাংবাদিক মোঃ হাসান চৌধুরী, সাগর মিয়া, তুহিন আলম রেজুয়ান, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম রাজু প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সদস্য, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় বক্তারা বলেন, এক সময় মানুষের ধারনা ছিল থানা পুলিশের কাছে আসা সম্ভব নয়, আজ সেই ধারণা পাল্টে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি পুলিশিং এর স্বীকৃতি দিয়ে সাধারণ মানুষের সাথে পুলিশের দুরত্ব কমিয়ে দিয়ে বন্ধুত্ব বাড়িয়ে দিয়েছেন। পুলিশের সাথে জনগনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।