Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শক্তি-০৩ (হাইব্রিড) ধানের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

সংবাদদাতা ॥ গল্পটা শুরু হয়েছিল গত বোরো মৌসুম থেকেই। নবীগঞ্জ এর বিশিষ্ট ধান ব্যবসায়ী ও কৃষক মোঃ আঃ ছাত্তার গত বোরো মৌসুমে শক্তি-০৩ (হাইব্রিড) ধানের জাতটি তার জমিতে আবাদ করেন এবং ভালো ফলন পান। তারই ধারাবাহিকতায় এবার আমন মৌসুমে তিনি আবারও শক্তি-০৩ (হাইব্রিড) জাতের ধানের চাষ করেন। অদ্য ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ হবিগঞ্জ এর আঞ্চলিক অফিসের উদ্যোগে এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামে উক্ত মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী গৌতম রায় এর সভাপতিত্বে ও মোঃ হারুন অর রশিদ (টিএসও) এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার মোঃ মাহবুবুল আলম। এছাড়াও আরও বক্তব্য রাখেন কৃষক মোঃ হারুন মিয়া ও ব্র্যাক সীডের ডিলার শ্রী রতন লাল রায়। এ সময় সফল কৃষক মোঃ আঃ সত্তার বলেন, ধানের জাতটি অনেক ভালো, ধান খুব শক্ত, ঝড়ে না, আগাম পাকে তাই ভালো দাম পাওয়া যায়। উপ-সহকারী কৃষি অফিসার বলেন, ব্র্যাক সীড এর সব ধরনের জাতই খুব ভাল শক্তি-০৩ (হাইব্রিড) জাতটি গত বোরো মৌসুমে খুব ভালো হয়েছে। শক্তি-০৩ (হাইব্রিড) জাতটি আমন মৌসুমে যে এতো ভালো হবে তা আমার জানা ছিলো না। প্রধান অতিথি বলেন, ব্র্যাক-সীড প্রতিনিয়তই কৃষকদের লাভের ও সফলতার চিন্তা করে প্রতিনিয়তই নতুন নতুন জাত উদ্ভাবন ও বাজারজাত করণে কাজ করে যাচ্ছে। শক্তি-০৩ (হাইব্রিড) জাতটি মূলত হাওর অঞ্চলের কৃষক দের চাহিদার পরিপ্রেেিত নিয়ে আসা। জাতটি মাঝারি মোটা, ধান খুব শক্ত হওয়ায় ঝড়ে পরে না ও হালকা শীলা পাথর সহনশীল এবং ফলন প্রতি শতকে ১ মণ, অর্থাৎ প্রতি বিঘাতে ৩৩ মণ ও এক একরে ১০০ মণ। নবীগঞ্জ উপজেলার গোজাখাইড় গ্রামের আরেক সফল চাষী মোঃ হারুন মিয়া বলেন, গত বোরো মৌসুমে আমি এই জাতটি ১০ বিঘা জমিতে আবাদ করেছি এবং এবার বোরো মৌসুমে ১৬ একর জমিতে এর চাষ করবো। ব্র্যাক সীডের ডিলার শ্রী রতন লাল রায় বলেন, শক্তি-০৩ (হাইব্রিড) জাতটি খুবই ভালো ও কৃষকদের পছন্দ এবং কৃষকদের কাছ থেকে ব্যাপক সারা পাওয়া যাচ্ছে। ব্র্যাক সিডের জেলা বিক্রয় প্রতিনিধি মোঃ হারুন অর রশিদ বলেন, আমরা প্রতিনিয়তই কৃষকদের ভালো ও উচ্চ ফলনশীল জাতের চাষাবাদ সম্পর্কে ধারনা ও পরামর্শ দিচ্ছি ও সবজী চাষাবাদে উদ্ভৃত্ত করছি। সভাপতির বক্তব্যে গৌতম রায় বলেন, ব্র্যাক সিডের ধান, ভুট্টা, গম, সরিষা ও সকল প্রকার সবজী বীজ দিয়ে আসতেছে যা চাষাবাদের মাধ্যমে কৃষকরা প্রতিনিয়তই উপকৃত ও লাভবান হচ্ছে। সবশেষে সকল কৃষক দেরকে শক্তি-০৩ (হাইব্রিড) জাতের ধানের জমি পরিদর্শন করানো হয় এবং সফল কৃষক মোঃ আঃ সত্তার ও হারুন মিয়াকে ব্র্যাক সিডের প থেকে পুরস্কৃত করা হয়। আপ কামিং বোরো মৌসুমে ব্র্যাক সিডের শক্তি-০৩ (হাইব্রিড) জাতের ধান চাষাবাদের মাধ্যমে হাওর অঞ্চলের কৃষক কৃষাণীদের স্বপ্ন পুরণ হবে এমনটাই প্রত্যাশা।