Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আইনজীবীর মামলায় আইনজীবীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

স্টাফ রিপোর্টার ॥ এক আইনজীবীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত। অপর আইনজীবীর দায়েরকৃত মামলায় গত ১৪ অক্টোবর হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইয়াসিন আরাফাত এ গ্রেফতারী পরোয়ানা জারী করেন।
মামলার বিবরণে জানা যায়, হবিগঞ্জ পৌর এলাকার মোহনপুরের বাসিন্দা এডঃ আবুল কালাম ও তার স্ত্রী ইসমত আরার কাছ থেকে দুইটি চেকের মাধ্যমে ১০ লাখ টাকা নেন এডঃ গউছ উদ্দিন। নির্ধারিত সময়ে ওই চেক দিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় ব্যাংক চেক দু’টি ডিজঅনার করেন। পরবর্তীতে ওই চেক দিয়ে আবুল কালাম ও তার স্ত্রী ইসমত আরা বাদি হয়ে গউছ উদ্দিনের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করেন। (মামলা নং- সিআর নং-১৩৪/১৩৫/২১)। দুইটি মামলায় গাউছ উদ্দিনের বিরুদ্ধে সমন জারি হয়। কিন্তু তিনি ১৪ অক্টোবর আদালতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।