Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তানগরে অবৈধ টমটমের স্ট্যান্ড গড়ে উঠায় বিড়াম্বনায় সাধারণ মানুষ

রাহিম আহমেদ ॥ হবিগঞ্জ শহরতলীর পইল এড়ালিয়া তেঘরিয়া সহ কয়েক গ্রামের হাজার মানুষ শহরে প্রবেশ করার একমাত্র প্রবেশ মুখ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর অথচ এখানে অবৈধভাবে টমটম (ইজিবাইকের) স্ট্যান্ড গড়ে উঠায় এতে করে স্বাভাবিক যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, অবৈধভাবে টমটম পার্কিং করায় এতে করে রাস্তায় প্রায় সময়ই যানজট লেগেই থাকে এমন কি ছোট খাটো দূর্ঘটনা ঘটেই চলছে। একদিকে বেপরোয়া বাইক অন্যদিকে রাস্তার দু’পাশে ঘড়ে উঠা অবৈধ টমটমের স্ট্যান্ড, এ যেন মরার উপরে খারার ঘা, দিনের পর দিন এভাবে রাস্তার দু’পাশে টমটম দাড় করিয়ে স্বাভাবিক চলাফেরায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ঐ রাস্তা দিয়ে নিয়মিত চলাচলরত কয়েকজনের সাথে কথা বলে জানা যায় তাদের মধ্যে খুব বিরাজ করছে, কয়েকজন অফিসগামী লােক বলেন গ্রাম থেকে শহরে আসি তাড়াতী কিন্তু শায়েস্তানগরে সবসময় যানজট লেগেই থাকে এজন্য আমাদের অফিসে যেতেও একটু বিড়ম্বনা পোহাতে হয়, এসময় অন্য একজন পথচারী বলেন এই রাস্তা দিয়ে চলতে এখন ভয় হয়, কারণ কখন জানি টমটম ধাক্কা দিয়ে দেয়, এছাড়া উক্ত এলাকার কয়েকজন ব্যবসায়ী বলেন রাস্তার দু’পাশে সারি সারি টমটম দাড়িয়ে রাখায় টিকমত ব্যবসা ও করতে পারছি না, স্থানীয় একজন চা বিক্রেতা বলেন নাম প্রকাশ করতে অনিচ্ছুক তিনি বলেন সকাল থেকে রাত অবধি এই টমটমগুলা দাড়িয়ে থাকে, এতে করে সাধারণ পথচারীদের খুবি বিড়ম্বনায় পড়তে হয়, এমন কি একজন যে চা খাওয়ার জন্য আমার দোকানে আসবেন এই টমটম রাখার ফলে আসতে পারেন না। এমন কি যানজট সবসময় লেগেই থাকে, এ সময় কয়েকজন পথচারী এই অবৈধ টমটম রাস্তা থেকে সরিয়ে নেওয়ার জন্য দাবী জানান।