Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসে আলোচনা

বানিয়াচং প্রতিনিধি ॥ যে পরিবারের একজন মাদকাসক্ত রয়েছে, সে পরিবারের সদস্যদের দুঃখ দূর্দশা ও ভোগান্তির মধ্য দিয়ে সমাজে তারা অস্তিত্বহীন হয়ে যাচ্ছে। মাদকের অপব্যবহারের ভয়াবহতা মর্মস্পর্শী ও বাস্তব ঘটনার করুণ চিত্র তুলে ধরে শিশু কিশোর ও ছাত্র ছাত্রীদেরকে সচেতন করে মাদক ভীতি ও ঘৃনাবোধ সৃষ্টি করতে হবে। ব্যাপক গণসচেতনতা ও সামাজিক আন্দোলনের সাথে সাথে আইনের কঠোর প্রয়োগও সময়ের দাবী। গতকাল বৃহস্পতিবার মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন উপরোক্ত আহবান জানান।
বানিয়াচং সদর দক্ষিণ পূর্ব ইউপি মিলনায়তনে বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউপি সদস্য আব্দুছ ছালাম, আলিম উদ্দিন, ধন মিয়া, আব্দুছ ছমেদ জমাদার, ছামির আলী, সৈয়দ আব্দুল মোনায়েম, জালাল উদ্দিন ময়না, ইউনিকেয়ার চেয়ারপার্সন ডাঃ কামরুল হাসান কাজল।