Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে ১৪ বস্তা সরকারী চাল উদ্ধার ॥ ১ ব্যক্তি আটক

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে খাদ্যবান্ধব কর্মসূচীর ১৪ বস্তা চাল উদ্ধার করেছে বানিয়াচং থানা পুলিশ। ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বানিয়াচং ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের আমিরখানী বিজয় নগড় নতুন ব্রীজ (শরীফ উদ্দিন রোডে) এলাকা থেকে ৩০ কেজি চালের ১৪টি বস্তা আটক করা হয়। এ সময় পার্শ্ববর্তী আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগড় গ্রামের বীরেশ^র গোপের ছেলে বজ্রেশ্বর গোপ (৪৬) ও একই উপজেলার জলসুখা গ্রামের শ্রীবাস দাসের ছেলে শ্রী কৃষ্ণ দাস (৩০) কে আটক করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলা থেকে খাদ্যবান্ধব কর্মসূচীর ১৪ বস্তা চাল টমটম যোগে বানিয়াচংয়ে বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন আটক করে। আটককৃত ব্যক্তিদ্বয় জানান, তারা সাধারণ মানুষের কাছ থেকে প্রতি বস্তা চাল ৯শ টাকা দরে কিনে এনেছেন বেশি টাকায় বিক্রির আশায়। তারা ক্রয়কৃত চাল বেশি মুনাফায় গ্রামে গ্রামে খুচরা করে বিক্রয় করবেন।
কিন্তু এই চাল বিক্রয় করলে আইনগত সমস্যা হতে পারে তা তারা জানতেন না। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার জানান, আইনগত প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে এখনও কোন মামলা দায়ের করা হয় নাই।