Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে চিকিৎসককে মারধরের ঘটনায় মানববন্ধন

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ জগবন্ধু পালকে হাসপাতালের অভ্যন্তরে আবাসিক এলাকার প্রবেশ করে মারধর করার প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন করেছে কর্মকর্তা কর্মচারীরা।
গতকাল বুধবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা জামান এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অপু কুমার সাহা, মেডিকেল অফিসার ডা. সৈয়দ আদনান আল আরেফীন, মেডিকেল অফিসার ডা. ফরিদা ইয়াছমিন। নার্সিং সুপারভাইজার বশিরুন নেছা বেগম, ওয়ার্ড ইনচার্জ সালমা বেগম, প্রধান সহকারী জন্টু লাল দাস, ক্যাশিয়ার সুজিত চন্দ্র পাল, এমটি ইপিআই মোঃ আতাউর রহমান, মিডওয়াইফ প্রিয়াংকা দেব, মিডওয়াইফ লাভলী আক্তার, মিডওয়াইফ হামিদা বেগম, পরিসংখ্যানবিদ মোঃ হাবিবুর রহমান। স্বাস্থ্য পরিদর্শক সত্যভূষণ ভট্টাচার্য্য সহ হাসপাতালের সকল কর্মকর্তা- কর্মচারীবৃন্দ। উল্লেখ, গত সোমবার সকাল ১০টার দিকে ডা. জগবন্ধু পালের মারধরের ঘটনাটি ঘটে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ওই সময় কয়েক জনের একটি সংঘবদ্ধ বখাটের দল স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে আবাসিক এলাকায় আড্ডা দিলে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জগবন্ধু পাল তাদের চলে যেতে বললে বখাটেরা ক্ষিপ্ত হয়ে তার উপর আক্রমন করে। এক পর্যায় বখাটেরা ডা. জগবন্ধুকে কিল ঘুসিতে আহত করে।