Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে বাবার মৃত্যুর সংবাদ শুনে ৯ ঘন্টার মধ্যে মেয়ে ও নাতনীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে একজনের মৃত্যুর খবরে একই পরিবারের ৩ প্রজন্মের তিন জনের মৃত্যু হয়েছে। অসুস্থ সাজিদুর রহমান ওরফে আরজু মিয়ার মৃত্যুর খবরে মারা যান তার মেয়ে। আর মায়ের মৃত্যুর খবর শোনে মারা যান আরজু মিয়ার নাতনীও। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে একই পরিবারে ৩ জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার উবাহাটা ইউনিয়নের শ্রীকুটা গ্রামে এ ঘটনা ঘটে। তারা হচ্ছেন সাজিদুর রহমান ওরফে আরজু মিয়া (৮৫), তার মেয়ে সুরাইয়া আক্তার (৪৫) ও নাতনী সৈয়দা উলফাত (১২)। স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শ্রীকুটা গ্রামের সাজিদুর রহমান ওরফে আরজু মিয়া। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় সেখানে তিনি মারা যান। তার মৃত্যুর খবর পরিবারের লোকদের মধ্যে জানাজানি হলে কান্নার রোল পড়ে। এক পর্যায়ে সকাল ৭টায় উপজেলা সদরের উত্তর বাজারে নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তার মেয়ে সুরাইয়া আক্তার। মায়ের মৃত্যুর সংবাদ শোনে বিকেল ৩টার দিকে মারা যান সুরাইয়া আক্তারের মেয়ে সৈয়দা উলফাত। মাত্র ৯ ঘন্টার ব্যবধানে একই পরিবারের ৩ জনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাদ মাগরিব স্থানীয় শ্রীকুটা হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি তিনি জেনেছেন বলে জানান উবাহাটা ইউপি চেয়ারম্যান মো. রজব আলী। তিনি বলেন, আমি বিষয়টি জানতাম না। কিন্তু স্থানীয়দের মাধ্যমে খবর নিয়ে জেনেছি যে তারা মারা গেছেন।