Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে ফরমালিন বিরোধী অভিযান ॥ ২০ মণ আম ধ্বংস

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ভ্রাম্যমান আদালত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ফরমালিন মিশ্রিত প্রায় ২০ মণ আম ধ্বংস করেছে। এছাড়া ওজনে কম দেওয়া সহ বিভিন্ন অভিযোগে ৭ফল ব্যবসায়ীকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম এর নেতৃত্বে গতকাল বুধবার ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ মোঃ ফরিদুল হক, এসআই মমিনুল ইসলাম ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন। অভিযানে নিলয় ফলের আড়ৎ সহ বিভিন্ন ফলের দোকানে ফরমালিন মিশ্রিত প্রায় ২০মণ আম জব্দ করে উপজেলা পরিষদের সামনে প্রকাশ্যে বলডোজার চাপায় ধ্বংস করা হয়। এদিকে অভিযান শুরু হলে খুচরা ব্যবসায়ীরা তাদের দোকানের আম সহ বিভিন্ন ফল দ্রুত অন্যত্র সরিয়ে ফেলে। ব্যবসায়ীরা সম্প্রতি নিজেদের উদ্যোগে প্রায় দেড় লাখ টাকা দিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে ফরমালিন পরীক্ষার কীট বক্স সংগ্রহ করে পণ করেছিলেন তারা ফরমালিনযুক্ত ফল বিক্রয় করবেন না। কীট বক্স দিয়ে পরীক্ষা করে মোকাম থেকে ফল কিনে নিয়ে আসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষে ৫জন ব্যবসায়ীকে প্রশিক্ষণও দেয়া হয়েছিল। এতকিছুর পরও ফরমালিনমুক্ত হয়নি মাধবপুর। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, মাধবপুরকে ফরমালিন মুক্ত করার জন্য অভিযান অব্যাহত থাকবে। ফলের দোকানে ফরমালিন বিরোধী অভিযান চলাকালে শত শত উৎসুক জনতা ভীড় করে ভেজাল আছে কি না জানতে চেয়েছে।