Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে স্ত্রী-সন্তানের বিরুদ্ধে সিএনজি ছিনতাই মামলা

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের শিবপাশা এলাকার টমটম চালক বাছির হত্যা ও ডাকাতি মামলার আসামী সফর আলী নিজের স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে সিএনজি ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়েরের করেছেন।
জানা যায়, সফর আলীর বাড়ি বাহুবল উপজেলার বামনাকান্দি গ্রামে। এ পর্যন্ত সফর আলী অন্তত ১৬টি বিয়ে করেছেন বলে এলাকাবাসী জানান। সর্বশেষ সদর উপজেলার আউশপাড়া গ্রামের তারা চান বিবি নামের এক মহিলাকে তিনি বিয়ে করেন। বিয়ের সময় মোহরানা বাবদ সফর আলী তারা চান বিবিকে একটি সিএনজি দেন। কৌশলে সিএনজিটি নিজের নামে করান সফর আলী। পরবর্তীতে সফর আলী তারা চান বিবির কাছে ২ লাখ টাকা যৌতুক দাবী করেন। যৌতুকের টাকা না দেয়ায় তারা চান বিবিকে মারপিটও করেন তিনি। যৌতুক না দেয়ায় সিএনজি গাড়ী ছিনতাইয়ের অভিযোগে তারা চান বিবি ও তার পূর্বের স্বামীর ঘরের সন্তান ফজলু মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন সফর আলী। ভাড়া নেয়ার কথা বলে একটি টমটম ডাকাতি করে টমটম চালক বাছির মিয়াকে খুন করার ঘটনায় গ্রেফতার হয়ে আলোচনায় আসেন সফর আলী। বেশ কিছুদিন জেল হাজত ভোগ করার পর সম্প্রতি জামিনে বের হয়ে এসে স্ত্রী পুত্রের বিরুদ্ধে ছিনতাই মামলা দায়ের করলেন। তবে যৌতুকের জন্য মারপিটের অভিযোগে তারা চান বিবি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।