Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভায় সাধারণ সম্পাদককে বিশ্বাস ঘাতক ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদকে বিশ্বাস ঘাতক মীরজাফর হিসেবে আখ্যায়িত করা হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভায় ফরহাদ আহমেদের বিরুদ্ধে বিভিন্ন কারণ উল্লেখ করে উপরোক্ত সিদ্ধান্ত নেয়া হয়। কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ইমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জগৎ সিংহ এর পরিচালনায় সভায় ৩৯ জন নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সভায় বলা হয়, বিগত ইউনিয়ন নির্বাচনে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ ছলচাতুরীর মাধ্যমে নৌকার পরাজয় নিশ্চিত করেছেন। বিভিন্ন নির্বাচনী জনসভায় দলীয় নেতা কর্মীদের উপযুক্ত মর্যাদা না দেয়ায় ভোটের রাজনীতিতে প্রভাব পড়ে। এছাড়া, নির্বাচনের পূর্বে ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটি উপহার দেয়া হয়। কিন্তু ফরহাদ আহমেদ উক্ত কমিটির বিরুদ্ধে আরেকটি বিদ্রোহী কমিটি গঠন করে। ভোটের রাজনীতিতে প্রভাব পড়ে। এবং ফরহাদ আহমেদের চাচাতো ভাই একেএম ইলিয়াছ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস মার্কা নিয়ে নির্বাচন করেন। এতে সে কৌশলে নির্বাচনী প্রচারণায় উস্কানীমুলক বক্তব্য দেয়। ফরহাদের নিজের সেন্টারে নৌকা সামান্য ভোট পায়। এ সব কারণে বিগত নির্বাচনে নৌকার প্রার্থী পরাজিত হওয়ার জন্য ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদকে দায়ী করে তাকে বিশ্বাস ঘাতক হিসেবে চিহ্নিত করা হয়।