Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ হামলায় সেলিনা আহত ॥ টাকা-স্বর্ণ লুট

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ফান্দ্রাইল গ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে সেলিনা আক্তার (৩৭) নামে এক মহিলা হামলায় আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুত্রবার সকালে ঘটে। আহত সেলিনাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁর মাথায় ৭টি সেলাই দেয়া হয়েছে বলে চিকিৎসক সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সেলিনা আক্তারকে উপজেলার শানখলা ইউনিয়নের ডেউয়াতলী গ্রামের মীরবাড়ির মৃত আবু আলীর ছেলে জবেদ আলী মীরের সাথে বিয়ে দেয়া হয়। এক মেয়ে ও দুই ছেলে নিয়ে চলে সেলিনার সংসার। প্রায় ১০ বছর আগে দু’ভাই তাদের বোনকে বাড়িতে এনে বসবাসের জন্য একটি ঘর তুলে দেন। কয়েক মাস ধরে ছোট বোন সেলিনা আক্তারকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। এক পর্যায়ে পৈত্রিক সম্পত্তির চান সেলিনা। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন ভাইয়েরা। এনিয়ে প্রায়ই ভাই বোনের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। নিরূপায় হয়ে সেলিনা পৈত্রিক সম্পত্তির দাবীতে হবিগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন। এতে ভাই দ্বয় আরো ক্ষিপ্ত হয়ে উঠেন।
সেলিনা জানান, গতকাল তার ভাইয়েরা তার ঘর ভাংচুর করলে তিনি বাধা দেন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে সেলিনা গুরুতর আহত হন। তার মাথায় ৭টি সেলাই দেয়া হয়েছে। এসময় তার ঘরের আসবাবপত্র ভাংচুর ও ঘরের আলমিরায় রক্ষিত ২ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে সেলিনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আলী আশরাফ বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।