Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে ভ্রাম্যমান আদালত ॥ কাপড়ের দোকান ও হোটেল রেস্টুরেন্টকে জরিমানা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জের কাপড়ের দোকার ও হোটেল রেস্টুরেন্টে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল বুধবার বিকালে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমনা আল মজিদ ও জেসমিন সুলতানা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজার হোটেল আল মদিনাকে ৫ হাজার টাকা, আল সোহাগ হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ হাজার, রহমানিয়া ক্লথ স্টোরকে ১ হাজার, বস্ত্রমেলাকে ১ হাজার, সৃষ্টি স্টোর ১ হাজার, পুরানবাজার প্রাইম খাবার দোকানে ২ হাজার টাকা, শাহজালাল ক্লথ স্টোরের ডিসি অফিসের লাইসেন্স না থাকায় ও খাবারে গুনগত মান না থাকায় ওইসব প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এদিকে হোটেল আল সোহাগে ভ্রাম্যমান আদালতের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক মহিবুর রহমানকে হোটেল মালিক আব্দুল বাশিদসহ হোটেলের লোকজনরা নাজেহাল করে। খবর পেয়ে সাংবাদিকবৃন্দ ক্ষিপ্ত হয়ে উঠলে হোটেল মালিক আব্দুল বাশিদ সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে গিয়ে সকল সাংবাদিকবৃন্দের কাছে ক্ষমা প্রার্থনা করেন।