Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের নার্স ও সহকারীর বিরুদ্ধে এন্তার অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের প্যারামেটিক ও তার সহকারীর বিরুদ্ধে ভুল চিকিৎসায় এক প্রসুতি নারীসহ দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ভাটি অঞ্চলের একমাত্র চিকিৎসা কেন্দ্র কাকাইলছেওয়ে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র। সেখানে আজমিরীগঞ্জ ছাড়াও মিঠামইন, ইটনাসহ বিভিন্ন উপজেলা থেকে রোগীরা সেবা নিতে আসেন। ওই কেন্দ্রের প্যারামেটিক ইশরাত জাহান রুনা ও তার সহকারী শাহানা আক্তারের ব্যবহারে রোগীরা অসন্তোষ্ট। প্রায় গত ১ মাস আগে আজমিরীগঞ্জ উপজেলার কামালপুরের তাসলিমা আক্তার (৩০) নামের এক প্রসুতি মহিলাকে চিকিৎসা দেয়া হয় ওই কেন্দ্রে। এতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। ফলে গত শুক্রবার তিনি পুনরায় গেলে পরীক্ষা নিরীক্ষা করে তাকে জানানো হয়, বাচ্চার অবস্থা ভালো নয়, এখনই ডেলিভারী করাতে হবে। এতে তাসলিমার পরিবার রাজি হলে নরমাল ডেলিভারীর চেষ্টা চালায় রুনা ও শাহানা। এক পর্যায়ে তাসলিমার অবস্থার অবনতি হলে তাকে হবিগঞ্জে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়। পরে তাসলিমাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর তাসলিমা মারা যায়। অপরদিকে কাকাইলছেওয়ের পার্শ্ববর্তী ইটনা থানার বড়বাড়ি গ্রামের আমির হোসেনের স্ত্রী সাথী আক্তার (২৫) সম্প্রতি প্রসুতি ব্যথা নিয়ে রুনা ও শাহানার কাছে আসলে তাকে কিছু ওষুধ ও চিকিৎসা দেন। কিছুদিন পর পুনরায় তাদের কাছে গেলে নরমাল ডেলিভারীর চেষ্টা করে। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে হবিগঞ্জে সিজার করানোর জন্য পাঠানো হয়। একটি প্রাইভেট ক্লিনিকে সিজার করানো হয়। এ বিষয়ে ইশরাত জাহান রুনা জানান, তারা যতটুকু পারেন রোগীদের সেবা দেয়ার চেষ্টা করেন। টাকা নেয়ার বিষয়টি ঠিক নয়। তবে কেউ খুশি হয়ে কিছু দিলে তারা নেন।