Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের জাহাঙ্গীর মৌলভীবাজারে ডাকাতিকালে জনতার হাতে আটক

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মৌলভীবাজারে এক বাড়িতে ডাকাতিকালে নবীগঞ্জের ডাকাত সর্দার জাহাঙ্গীরকে আটক করেছে স্থানীয় জনতা। সে উপজেলার বাউশা ইউনিয়নের হরিধরপুর গ্রামের ইয়াওর মিয়ার পুত্র। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-গত সোমবার রাতে মৌলভী বাজারের কামালপুর ইউনিয়নের সরাপুর গ্রামে এক প্রবাসী বাড়ীতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতি চলাকালে গ্রামের লোকজন আচ করতে পেরে লাটিসোটা নিয়ে ডাকাতদের ধাওয়া করে জাহাঙ্গীরকে আটক করতে সক্ষম হয়। খবর পেয়ে গতকাল মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এলাকাবাসী জানায়, জাহাঙ্গীর নবীগঞ্জ উপজেলার কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত। তার নেতৃত্বে একটি টিম নবীগঞ্জসহ বিভিন্ন এলাকার প্রবাসী ও বড় বড় ব্যবসায়ীদের বাড়ীতে ডাকাতির ঘটনা সংগঠিত করে আসছিল। তার বিরুদ্ধে নবীগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ হণ্য হয়ে খুজছিল। গত ২৩ ফেব্র“য়ারী গভীর রাতে উপজেলার বাউশা ইউনিয়নের হরিধরপুর গ্রামের শিক্ষক মুতাব্বির হোসেনের বাড়ীতে ডাকাতি হয়। ডাকাতরা বাড়ীর লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি ও মারপিট করে নগদ টাকা ও স্বর্নালংকারসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ডাকাতরি সাথে জাহাঙ্গীর জড়িত বলে জানা গেছে। গৃহকর্তার ছেলে প্রভাষক এনামুল হোসেন মামুন বাদী হয়ে জাহাঙ্গীরকে প্রধান আসামীসহ ৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫/২০জনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন। এর পর থেকে জাহাঙ্গীর ও তার সহযোগীরা পালিয়ে বেড়াচ্ছিল।