Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

৫৪৪ দিন পর নবীগঞ্জ উপজেলা স্কুল-কলেজে বাজল ঘন্টা

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ দীর্ঘ অপেক্ষা আর শঙ্কার অবসান ঘটিয়ে অবশেষে প্রায় দেড় বছর পর শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকরে তালা খোলায় দপ্তরির হাতুড়িতে বেজে উঠেছে ঘন্টার আওয়াজ। ৫৪৪ দিন পর স্কুল খোলায় চোখে-মুখে উচ্ছ্বাস নিয়ে স্কুলে ফিরেছে শিক্ষার্থীরা। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা হয়ে উঠেছে মুখরিত। চিৎকার, আর বাঁধভাঙা জোয়ারে আনন্দের বহিঃপ্রকাশ তাদের। ঢং ঢং করে বাজলো ঘণ্টাধ্বনি। সবাই ঢুকলো শ্রেণিকক্ষে। নবীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমন চিত্র দেখা গেছে। সারা দেশের ন্যায় নবীগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নির্দেশনা মেনে পাঠদান শুরু করেছে। রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকেই শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনায় মুখরিত হতে থাকে স্কুল ও কলেজ গুলো। করোনা প্রাদুর্ভাবের কারণে গেল বছরের ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছিল। সংক্রমণ কিছুটা কমে আসায় প্রথম ধাপে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে রবিবার (১২ সেপ্টেম্বর) থেকে। এদিকে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্টরা।
নবীগঞ্জ পৌর শহরের নবীগঞ্জ জেকে সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাজনীন রোববার সকালে ক্লাসে এসে বান্ধবীদের জড়িয়ে ধরে আনন্দে বিমোহিত। সে জানায়, ঘরে বসে মনমরা হয়ে গেছি। আজকে মনে হচ্ছে ঈদের দিন।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুস ছালাম বলেন, শিক্ষার্থীদের উৎসাহ দেখে মনে হচ্ছে খাঁচা থেকে মুক্ত পাখি তারা। একে অপরের সঙ্গে আনন্দের অনুভূতি ভাগাভাগি করছে। তবে, অবশ্যই স্বাস্থ্য বিধির বিষয়ে যথাযথ নজর রাখা হয়েছে।
সরজমিনে উপজেলার নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ, হোমল্যান্ড আইডিয়াল স্কুলসহ বিভিন্ন প্রাইমারী স্কুলে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানের প্রবেশমুখে সারিবদ্ধভাবে শিক্ষার্থীদের তাপমাত্রা মাপাসহ হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করা হচ্ছে। শিক্ষার্থীরাও অনেকদিন পর শিক্ষাঙ্গনে ফিরতে পেরে উদ্বেলিত। উপজেলার প্রাইমারী প্রধান শিক্ষক সমিতির সভাপতি রাহেলা খানম বলেন, সরকারের ঘোষিত সব ধরনের স্বাস্থ্য বিধি মেনে পাঠদানের জন্য পূর্ব প্রস্তুতি নেওয়া ছিল। আজ থেকে যথারীতি ক্লাস চলবে। দীর্ঘদিন পর শিক্ষার্থীদের কলতানে মুখরিত শ্রেণিকরে দৃশ্য দেখে শিক্ষকদের মধ্যেও কর্ম চাঞ্চল্য ফিরে এসেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন বলেন, ইতোমধ্যে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে সরকারের নির্দেশনা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এছাড়াও বিদ্যালয় চলাকালীন স্বাস্থ্য বিধি মানার বিষয়ে মনিটরিং করা হচ্ছে।