Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে ভ্যাপসা গরম

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ভ্যাপসা গরম শুরু হয়েছে। এ গরমে গতকাল শনিবার হবিগঞ্জ সদর হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু হয়েছে। আবার অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। গত ৩ দিন ধরে প্রচ- গরম পড়ায় অনেকেই ডাব, লেবুর শরবতসহ বিভিন্ন ঠান্ডা পানীয় পান করতে দেখা যায়। আবার অনেকেই নদী এবং পুকুরে ঘণ্টার পর ঘণ্টা পড়ে থাকেন। শহরের বিভিন্ন এলাকায় ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে শায়েস্তানগর, বাণিজ্যিক এলাকা, রাজনগর, শ্যামলীসহ বিভিন্ন এলাকায় লোডশেডিং বেশি হয়। তবে ভুক্তভোগীদের অভিযোগ, বিদ্যুত অফিসে বারবার ফোন করার পরও তারা রিসিভ করে না। আবার অনেক সময় নম্বর ব্যস্ত করে রেখে দেন। গতকাল শনিবার সদর হাসপাতালে সরেজমিন গিয়ে দেখা যায়, অর্ধশতাধিক লোক গরমের কারণে বিভিন্ন রোগে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩ নবজাতকের মৃত্যু হয়েছে। তবে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আরও কয়েকদিন এরকম গরম থাকবে।