Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং বাজারকে ফরমালিন মুক্ত রাখার আহবান

নিজস্ব প্রতিনিধি ॥ ফরমালিন মাখিয়ে মানুষের মৃতদেহকে তরতাজা করে সংরক্ষণ করতে হয়। যারা মানুষকে ফরমালিন খাইয়ে জীবন বিপন্ন করছে তারা অমানুষ ও পশুর সমতুল্য। প্রত্যেকটি মানুষের বিবেকই সর্বোচ্চ আদালত। ফরমালিনযুক্ত ফলমুল, খাদ্যদ্রব্য ক্রয়-বিক্রয়কে সামাজিকভাবে প্রতিরোধ করা প্রত্যেকটি বিবেকবান মানুষের দায়িত্ব ও কর্তব্য। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বানিয়াচং জাতুকর্নপাড়া ঈদগাহ বাজারে শতস্ফুর্ত সমাবেশে হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন উপরোক্ত আহবান জানান। গতকাল দুপুরে ও বিকালে ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন বানিয়াচং এর গানিংগঞ্জ বাজার, ৫/৬নং বাজার, বড়বাজার, আদর্শ বাজার ও বাবু বাজারের ক্ষুদ্র ফল ও তরকারি ব্যবসায়ীদের সাথে গণসাক্ষাৎ করে ফরমালিন ব্যবসার কুফল ও তার পরিনাম এবং শাস্তির বিষয়ে অবহিত ও সতর্ক করে দেন।