Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে চোরাই ২ গরু উদ্ধার

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে অবশেষে উদ্ধার হলো চোরাই দুই গরু। গত শুক্রবার নালুয়া চা বাগানের পশ্চিম লেনের বাসিন্দা শনিচড়া ঝড়ার গোয়াল ঘরের তালা ভেঙ্গে ২টি গুরু চুরি করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর ইউনিয়নের বাসুল্লা গ্রামের সন্নিকটে অবস্থিত একটি পাহাড়ী টিলা থেকে পরিত্যাক্ত অবস্থায় গরুগুলো উদ্ধার হয়। চোরাই গরু দুটি আহমদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী’র বাড়ীতে রয়েছে। আজ বেলা ৩ টার সময় গরুর মালিককে তা ফেরত দেয়া হবে। গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মাওঃ তাজুল ইসলাম বলেন, বাসুল্লা গ্রামের মতলিব (মইতলা) কাইয়ুম ও মাখন চোরের হেফাজত থেকে উদ্ধার হয় গরু। তিনি বলেন, পুরো রমজান জোড়ে মইতলা পালন করেছে সিয়াম-সাধনা। তবলীগ জামাতেও গিয়েছে। কিন্তু চুরির ধান্ধা ছাড়তে পারেনি। আহমদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু বলেন, দেশে নির্বাচনের ঢামা-ঢোল বেজে উঠতেই মইতলা ফিরে গেছে পুরনো পেশায়। মইতলা বাহিনী বিরুদ্ধে বহু মামলা রয়েছে। তাদেরকে দ্রুত আইনের না নিলে মানুষের ঘুম হারাম হয়ে যাবে।