Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে মহাসড়কে প্রাইভেট কারের চাপায় যুবকের প্রাণহানি

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে দ্রুতগতির প্রাইভেট কারের চাপায় সাইদুল ইসলাম (২৬) নামের মোটরসাইকেল আরোহী এক যুবকের ঘটনাস্থলেই প্রাণহানি হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার ডুবাঐ বাজারের আখঞ্জী ফিলিং স্টেশনস্থ ঢাকা-সিলেট মহাসড়কে এক ঘটনাটি ঘটে। নিহত যুবক মৌলভীবাজার জেলার সদরস্থ কলিমাবাদ এলাকার সুজন মিয়ার পুত্র। এ দূর্ঘটনায় মোটরসাইকেল চালক একই এলাকার আলিম বখ্ত আনছারীর পুত্র রানা আনছারী (৩০) আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাইদুল ইসলাম ও রানা আনছারী একটি প্রাইভেট কোম্পানিতে চাকুরি করতেন। রবিবার কর্মের প্রয়োজনে মোটরসাইকেল যোগে (মৌলভীবাজার-ল-১১-২৯৭৭) নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর বাজারে আসেন। পরে কর্ম সম্পাদন শেষে ফেরার পথে বাহুবল উপজেলা ডুবাঐ বাজারের আখঞ্জী ফিলিং স্টেশনের নিকট পৌছালে সামনে থাকা অটোরিক্সায় ধাক্কা লাগে। এতে মোটরসাইলের আরোহী সাইদুল ইসলাম ঢাকা-সিলেট মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় পিছন থেকে আসা দ্রতগতির প্রাইভেট কার সাইদুলকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সাইদুলের প্রাণহানি ঘটে। অন্যদিকে চালক রানা আনছারী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পরে আহত হন। তাৎনিক আশপাশ থেকে আসা লোকজন রানাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত যুবক সাইদুল ইসলামের লাশ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।